উত্তর সিলেটের বর্ষীয়ান রাজনীতিবিদ, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল বাছিরের (৯৩) দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটায় পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে রবিবার রাত সাড়ে ১০টায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল বাছিরের ৯৩ বছরের বর্নাঢ্য জীবনে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামিলীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন। তিনি স্ত্রী, ৭ ছেলে ৫ মেয়ে এবং নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আব্দুল বাছিরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কোম্পানীগঞ্জ উপজেলায়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ ছাড়াও শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত