বামজোটের শান্তিপূর্ণ হরতালে সারাদেশে হামলা ও গ্রেফতারের বিচার কর, প্রহসনের তফসিল বাতিল কর, সরকারের পদত্যাগ কর, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দাও, দ্রব্যমূল্যের উধর্বগতি রোধ কর, সিন্ডিকেট ভেঙে দাও এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
 

সোমবার বিকেলে শহরের প্রেসক্লাব এর সম্মুখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
 


বাসদ জেলা কমিটির আহবায়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে ও কৃষক সমিতির সাধারণ সম্পাদক জহর লাল দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক এডভোকেট নীলিমেষ ঘোষ বলু, বাসদ জেলা কমিটির সদস্য আবুল হাসান, যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু রেজা সিদ্দিকী ইমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, কৃষক সমিতি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/তমাল/এসডি-৪৩৪