দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট-৪ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল।
 

সোমবার দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সিলেট-৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোলাম কিবরিয়া হেলাল। আজ সেই আসনের মনোনয়নপত্র জমা দিলেন তিনি।
 


দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর গোলাম কিবরিয়া হেলাল সিলেটভিউকে বলেন, “তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন সৈনিক হিসেবে আমি ও আমার মত যারা আছেন তারা প্রত্যেকেই জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহের অধিকার রাখেন। আমি ছাড়াও সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর ) আসনে এই পর্যন্ত যারা মনোনয়নপত্র গ্রহণ করেছেন অবশ্যই তাদের যোগ্যতা আছে। যোগ্যতা, দক্ষতা ও জনসম্পৃক্ততা বিবেচনায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দেবেন বলে বিশ্বাস রাখছি।”
 

তিনি বলেন, “দলীয় সভাপতি আমাকে ছাড়া তার বিবেচনায় যোগ্য যেকোনো প্রার্থীকে নৌকা প্রতীক দিলে আমার সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে তাকে বিজয়ী করার ব্রত নিয়ে কাজ করবো। নৌকা প্রতীক পেলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সচেষ্ট হবো।”


 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-৪৪৩