আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিন সোমবার সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন আসনে আরও ৩৩ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। এ নিয়ে ৩ দিনের সিলেট বিভাগের ১৯টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৫২ জন নেতা। আজ মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রির শেষ দিন।

 


সোমবার যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন- সিলেট-১ আসনে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। সিলেট-৩ আসনে জেলা যুবলীগের সহসভাপতি শামীম ইকবাল।

 

সিলেট-৪ আসনে মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

 

সিলেট-৫ আসনে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সারওয়ার কবীর, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ও জুলিয়ান চৌধুরী রাহী। সিলেট-৬ আসনে ফখর উদ্দিন আলী আহমদ ও শামসুল ইসলাম।

 

সুনামগঞ্জ-১ আসনে খায়রুল কবীর রুমেন, শামীম আহমদ ও নাসরিন সুলতানা দিপা। সুনামগঞ্জ-২ আসনে প্রদ্যুত কুমার তালুকদার ও হামিদুল কিবরিয়া চৌধুরী। সুনামগঞ্জ-৪ আসনে মো. এনামুল কবীর ইমন, নিগার সুলতানা ও মোহাম্মদ সাদিক। সুনামগঞ্জ-৫ আসনে টি এম শাহাব উদ্দিন।

 

মৌলভীবাজার-১ আসনে মো. জাহাঙ্গীর আলম ও মো. সিরাজুল ইসলাম। মৌলভীবাজার-৩ আসনে সুব্রত পুরকায়স্থ ও মো. ফজলুর রহমান, টিপু রহমান। মৌলভীবাজার-৪ আসনে সুব্রত পুরকায়স্থ।

 

হবিগঞ্জ-১ আসনে জামাল হোসাইন। হবিগঞ্জ-২ আসনে চৌধুরী আবু বকর ছিদ্দিকী, মো. আবুল আজাদ, লুৎফুর রহমান তালুকদার ও মো. আবুল কালাম চৌধুরী। হবিগঞ্জ-৩ আসনে মোতাচ্ছিরুল ইসলাম ও হবিগঞ্জ-৪ আসনে শেখ মো. মিছির আলী।

 

সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ-০৩