দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে প্রার্থী হতে চান তরুণ ও প্রতিশ্রুতিশীল রাজনীতিবীদ কাওসার আহমদ চৌধুরী। এ লক্ষ্যে তিনি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
কাওসার চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা। নির্বাচনী এলাকায় হাসপাতাল ও স্কুল প্রতিষ্ঠা, বিদ্যুতায়ন ও রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে তিনি এলাকায় নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন।
কাওসার চৌধুরী সোমবার দেশে ফিরেছেন। সোমবারই তিনি ঢাকায় আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে সাক্ষাত করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফরে গেলে কাওসার চৌধুরী সিলেট-৫ আসন থেকে নির্বাচন করার আগ্রহ ব্যক্ত করেন। তখন শেখ হাসিনা তাকে এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ দেন।
কাওসার চৌধুরী জানান, এলাকার সার্বিক উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে তিনি প্রার্থী হতে চান।
কাওসার চৌধুরী ৯০ দশকে দেশের ছাত্ররাজনীতিতে মাঠ কাঁপানো তুখোড়নেতা ছিলেন। ছাত্রাবস্থায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকার পাশাপাশি এলাকার মানুষের পাশে ছিলেন বন্ধু হয়ে। ৯৫ সালের পর ব্রিটেনে পরিচিত লাভ করেন একজন রাজনীতিবিদ হিসেবে।
ব্রিটেনে রাজনীতি ও পেশাজীবী কাওসার চৌধুরী আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে অন্তঃপ্রাণ। বর্তমানে দায়িত্ব পালন করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এ নেতাকে একসময় দলীয় প্রধান শেখ হাসিনা যুক্তরাজ্য ছাত্রলীগকে শক্তিশালী করার দায়িত্ব দেন। কাওসার চৌধুরী যুক্তরাজ্য ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব লাভের পর ছাত্রলীগ পুনর্গঠনের কাজে নামেন এবং পুরো ব্রিটেন চষে বেড়ান। তিনি ইউরোপিয় ইউনিয়ন ছাত্রলীগের কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/শাদিআচৌ-০৫