আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের নতুন কমিটি ঘোষণা ও স্পোর্টস উইকের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
 

আরটিএম একেটিইউ ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট শয়ন কুমার দেব এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের সদ্য সাবেক উপদেষ্টা ইনামুল আসিফ লতিফী।
 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা মাজেদ আহমেদ চৌধুরী।
 

প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন- আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রক্টর মাহমুদুল আলম মিয়া, সিএসই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আব্দুল আওয়াল আনসারী, ইংরেজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান শান্তা ইসলাম, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার রিফাতুল ইসলাম রিপনসহ অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
 

আরটিএম একেটিইউ স্পোর্টস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি: মাজহারুল হক জুবায়েদ (উপদেষ্টা), ফাইয়াজ হোসেন শাহী (প্রেসিডেন্ট), দিপু দাশ (সেক্রেটারি), আহমেদ মেহরাব সিরাজ (সহ সভাপতি), সাহিলুর রহমান চৌধুরী(সহ সভাপতি), মোঃ আবদুর রহমান সায়েম (যুগ্ম স্বাধারন সম্পাদক), মারিয়া করিম চৌধুরী (যুগ্ম স্বাধারন সম্পাদক), শাফায়েত আহমেদ চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক), রাহুল দাস রাজীব (সাংগঠনিক সম্পাদক), আসিফ আহমেদ খান (প্রচার সম্পাদক),মোঃ আল জামী (ক্রীড়া সম্পাদক), ইকরামুল হাসান সায়েম (দপ্তর সম্পাদক), আব্দুল হোসেন সাব্বির (সম্পদ বিষয়ক সম্পাদক), সৈয়দা তাসনিম রিং (যোগাযোগ বিষয়ক সম্পাদক), ফাহমিদ আহমদ আরাফ (কার্যনির্বাহী সদস্য), তৌহিদুল আলম জুয়েল (কার্যনির্বাহী সদস্য), সিদরাতুল মুনতাহা (কার্যনির্বাহী সদস্য)।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৬৬