মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি থেকে নির্বাচন করতে আগ্রহী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ। গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মৌলভীবাজারের একটি আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন না পেয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হয় তাকে।
 

সোমবার (২০ নভেম্বর) তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মৌলভীবাজার-৩ ও মৌলভীবাজার-৪ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 


সুব্রত পুরকায়স্থ কেন্দ্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সিলেটে স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করার কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় সিলেট বিভাগে স্বেচ্ছাসেবকলীগের শক্তিশালী সাংগঠনিক অবস্থান তৈরি হয়েছে।


 


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ-০৭