সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
দুটি ককটেলের মধ্যে একটি তাঁর বাসার ভেতরে এবং অপরটি বাসার সামনের গেটে নিক্ষেপ করে করে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরিফুল হক বাসায় ছিলেন না। ঘটনার খবর শুনে তিনি বাহির থেকে বাসায় আসেন।
বিএনপি নেতা আরিফুল হক জানান, বাসার সিসিটিভি ফুটেজে দেখেছেন তিনজন যুবকের মধ্যে দুইজন ককটেল নিক্ষেপ করছে এবং অপরজন ভিডিও ধারণ করতেছে। অথচ আমার বাসার সামনে মেইন পয়েন্টে সকাল থেকে পুলিশ সদস্যরা রয়েছেন।
তিনি বলেন, পরিবার নিয়ে বাড়িঘরে থাকা নিরাপদ না।সিলেটে কখনো এই পরিবেশ ছিল না যে নেতাদের বাড়িঘরে হামলা। নগরবাসীর কাছে বিচার চেয়ে আরিফ বলেন, আমার কী অপরাধ? এমন ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান তিনি।
ঘটনার পরপরই আরিফের বাসায় আসেন কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এরা ভালা খামলা নায়। এরা কম দামি মারিয়া গেছেগি’। যারা ককটেল মেরেছে তাদের ধন্যবাদও জানান তিনি।
এ ঘটনার পরপরই তাঁর বাসায় পুলিশ এসেছে। বিষয়টি খতিয়ে দেখছেন তারা।
সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/এসডি-৪৮৪