সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের দক্ষিণ রণিখাই ইউনিয়নের খাগাইলে সড়ক পারাপারের সময় আব্দুর করিম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খাগাইল গ্রামের মৃত আখলু মিয়া'র পুত্র।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আব্দুর করিম গুরুতর আহত হন, পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা আছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম / জলিল/মিআচৌ