ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই যে উত্তাপ-উত্তেজনা তার প্রমাণ আজ মিলেছে আরও একবার। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল আজ মাঠে নেমেছিল একে অপরের বিপক্ষে। তবে খেলা শুরুর আগেই গ্যালারিতে দুই দলের সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে দাঙ্গা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ চালায় ব্রাজিলিয়ান পুলিশ। এ সময় মাঠে নামতে অস্বীকৃতি জানিয়ে নিজ দলের ফুটবলারদের নিয়ে সাজঘরে ফিরে যান লিওনেল মেসি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ মাঠে গড়ায় প্রায় আধঘন্টা দেরিতে। এই উত্তাপ পরে ছড়িয়েছে ম্যাচেও। তবে শেষ পর্যন্ত নিকোলাস ওতামেন্দির গোলে নেইমার-ভিনিসিয়ুস বিহীন স্বাগতিকদের হারিয়ে ১-০ গোলের জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে হেরেছে ব্রাজিল-আর্জেন্টিনা উভয় দলই। ফলে দুই দলের জন্যই আজ ছিল জয়ে ফেরার তাড়া। এমন লক্ষ্য নিয়েই আজ ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। খেলা শুরুর আগের উত্তপ্ত পরিস্থিতি কাটিয়ে মাঠের লড়াইয়ে মনোযোগী হয় দুই দল।
পুরো ম্যাচে গোল হয়েছে একটিই। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামেন্ডি। তাতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার। আর খেলা গড়ানোর আগে দুই পক্ষের মারামারি, এক লালকার্ড ব্রাজিলের ক্ষতটাই কেবল বাড়িয়েছে।
খেলা শুরুর পর থেকেই আজ আলবিসেলেস্তে ফুটবলারদের উপর কিছুটা চড়াও হয়েই খেলেছে গ্যাব্রিয়েল জেসুসরা। একের পর এক বাজে ট্যাকলে ব্যস্ত রেখেছে আর্জেন্টাইন ফুটবলারদের। ফলে ৫ মিনিটের মাথায়ই হলুদ কার্ড দেখেন জেসুস। এরপর ১৪ এবং ২৮ মিনিটে রেফারি হলুদ কার্ড দেখান রাফিনহা এবং কার্লোস অগাস্টোকে।
এদিকে ম্যাচের প্রথমার্ধ শেষ হবার আগে গোল করার একাধিক সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। তবে মার্কিনিয়োস, রগ্রিগোরা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। কোনো দলই লক্ষ্যভেদ করতে না পারায় শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।
৬৩ মিনিটে জিওভানি লা সেলসোর দেয়া পাসে বল পেয়ে দারুণ এক হেডে বল জালে পাঠান নিকোলাস ওতামেন্দি। ফলে এক গোলের লিড পেয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পিছিয়ে পড়ার পর ৭৫ মিনিটের সময় দলকে সমতায় ফেরানোর একটি সুযোগ পেয়েছিলেন তরুণ ফুটবলার এন্ড্রিক। কিন্তু তার নেয়া শটও আজ সেলেসাওদের ভাগ্য ফেরাতে ব্যর্থ হয়।
ম্যাচের ৭৮ মিনিটের সময় মেসিকে তুলে নেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার বদলে মাঠে নামেন এঞ্জেল দি মারিয়া। আর সেলেসাওদের উপর মরার উপর খাড়ার ঘা হয়ে আসে লাল কার্ড। ৮১ মিনিটের সময় ফাউল করে বসেন জোয়েলিনটন। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। দশ জনে পরিণত হওয়া সেলেসাওরা এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ঘরের মাঠে হার নিয়েই মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।
সিলেটভিউ২৪ডটকম/পিডি