আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সিলেট জেলাপুলিশের আওতাভুক্ত ১১টি থানা এলাকায় বিভিন্ন পোস্টে ডিউটিরত রয়েছেন পুলিশ সদস্যরা। পুলিশ তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন রাত দায়িত্ব পালন করছেন। জেলাপুলিশকে সহায়তা করছেন আনসার সদস্যরা। 

এ অবস্থায় বুধবার (২২ নভেম্বর) সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে দায়িত্বরত সকল পুলিশ ও আনসার সদস্যকে বিশেষ স্ন্যাকস প্রদান করা হয়। 


জেলাপুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- বিষয়টি দায়িত্বরত পুলিশ সদসন্যদের মনোবল বৃদ্ধির পাশাপাশি তাদেরন তুন করে কর্মোদ্দীপনা তৈরি করবে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম