আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ এবং ওসমানীনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন জমা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক, চিকিৎসক ও সঙ্গীতশিল্পী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।
 

মঙ্গলবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নের আবেদনপত্র জমা দিয়েছেন।
 


নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ড. অরূপরতন চৌধুরী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এ রূপান্তরে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিলেট-২ আসনে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য পদ প্রার্থীতার মনোনয়ন পত্র জমা দিয়েছি। ৪০ বছরের অধিক সময় ধরে ধূমপান ও মাদক বিরোধী আন্দোলনে স্বপ্রণোদিতভাবে কাজ করছি। এখন এলাকার মানুষের কল্যাণেও কাজ করতে চাই।’
 

তিনি বলেন, ‘বিগত দিনে মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সঙ্গীত পরিবেশন করেছি এরপর শিল্পী সমাজকে সাথে নিয়ে আওয়ামী লীগ ও বিভিন্ন  অঙ্গ,সহযোগী সংগঠনের সাথে কাজ করছি এবং করে যাচ্ছি। আওয়ামী লীগ সভাপতি এবারের নির্বাচনে ক্লিন ইমেজ সম্পন্ন প্রার্থীদের উৎসাহিত করেছেন। এই আহ্বান থেকেই আমার নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ চলে আসে, ঠিক যেভাবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং দেশ স্বাধীন করতে ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। জনপ্রতিনিধি হয়ে গণ-মানুষের জন্য আরো ফলপ্রসূ কাজ করার সুযোগ রয়েছে। আশা করি, সিলেট-২ আসনে আমাকে চূড়ান্তভাবে মনোনিত করে জননেত্রী শেখ হাসিনার মাদক, ধূমপানমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সারথী হওয়ার সুযোগ করে দিবেন। এই পথে সকলের দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করি।’


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৯৯