সুনামগঞ্জ-৫ আসন ছাতক-দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত। শিল্পনগরী হিসেবে ছাতকের নামডাক রয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দোয়ারাবাজার উপজেলার কৃষি, পর্যটন, গ্যাসসহ অর্থনৈতিক সম্পদের ভরপুর। এ আসনটির গুরুত্ব সুনামগঞ্জের রাজনীতির মাঠে অত্যাধিক। গুরুত্বপূর্ণ আসনটিতে টানা তিন মেয়াদসহ ৪ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মহিবুর রহমান মানিক এমপি।
আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছাতক-দোয়ারাবাজার আসনটির হয়ে আগামী দ্বাদশ নির্বাচনে দলের মনোনয়ন পেতে বর্তমান সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ছয় নেতা। মনোয়নপত্র জমা দিয়েছেন মহিবুর রহমান মানিকের চির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী। স্থানীয় রাজনীতিতে শামীম চৌধুরীর উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক ও অনুসারি রয়েছে। সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন সংগ্রামে সরাসরি এমপি মানিকের বিবেদমান পক্ষ হিসেবে জানান দিয়ে থাকেন।
এছাড়াও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুস শহিদ মুহিত, মো. আখতার আহমদ, আনিসুজ্জামান মো. আজাদ, সাহাব উদ্দিন ও এমডি মতিউর রহমান নানু।
সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থী বদল না কি পুরনোতে আস্থা রাখছে দল- মনোনয়নপত্র জমাদানের পর থেকে রাজনৈতিক মাঠে চলছে এমন আলোচনা-সমালোচনা। সমর্থকদের একটি অংশ মনে করেন বয়োজ্যেষ্ঠ ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে ৫ম বারের মতো বর্তমান এমপি মহিবুর রহমান মানিকের হাতেই উঠতে যাচ্ছে নৌকার হাল। সরকারের বিগত সময়ের উন্নয়নের দ্বারা সমুন্নত রাখতে এই আসনের মানিকের বিকল্প নেই বলে জানিয়েছেন সর্থকদের একটি অংশ।
ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ বলেন, দলীয় মনোনয়ন নিতে প্রতিযোগিতা থাকলেও কোনো বিভক্তি নেই। নেতাকর্মীরা নৌকার সমর্থনে ঐক্যবদ্ধ। বর্তমান সরকারের আমলে মহিবুর রহমান মানিক অনেক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল মানিক সাহেবকে আবারও নৌকা উপহার দেবে বলে মনে করি।
এদিকে ছাতক-দোয়ারাবাজারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে প্রার্থী পরিবর্তনের আওয়াজ তুলছেন বড় একটি অংশ। তাদের মতে টানা তিন মেয়াদের ক্ষমতায় থাকার পরও তৃণমূল পর্যায়ে কর্মী সমর্থক তৈরি করতে ব্যার্থ হয়েছেন মানিক। গ্রুপিং-কোন্দল আর দলবাজি থেকে পরিত্রাণ দিতে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন বিবদমান পক্ষের সমর্থকরা। দলের আভ্যন্তরীন বিভাজন দূর করতে নেতৃত্বের পরিবর্তন চান তারা। নৌকার মাঝি হিসেবে তরুণ উদ্যমী প্রভাবশালী রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীকে দেখতে চান অনুসারিদের একটি উল্লেখযোগ্য অংশ। ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচিতে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষন করে পরিবর্তনের বার্তা দিয়েছেন।
ছাতক উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন বলেন, ছাতক -দোয়ারাবাসী পরিবর্তন চায়। আওয়ামী রাজনীতিতে রাজপথে থেকে সকল কর্মসূচি বাস্তবায়ন করেছেন। তৃণমূল পর্যায়ে যার গ্রহণযোগ্যতা রয়েছে। এমন একজন নেতার কাছে দলের ভার ন্যস্ত থাকলে দল সুসংহত ও ঐক্যবদ্ধ থাকবে। আমার আশা করি দল শামীম ভাইকে মুল্যায়ন করবে।
মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম চৌধুরী বলেন, বর্তমান সংসদ সদস্যের প্রতি মানুষের কোনো আস্তা নেই। তার আমলে দলে গ্রুপিং কোন্দল বেড়েছে। সরকার উন্নয়ন করছে কিন্তু দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পরিবর্তন প্রয়োজন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।
মহিবুর রহমান মানিক গণমাধ্যমকে জানান, বর্তমান সময়ে সুনামগঞ্জ-৫ আসনে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পউন্নয়ন, বিদ্যুৎতায়ন থেকে শুরু করে সর্বক্ষেত্রে উন্নয়নে ছোঁয়া লেগেছে। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে তাঁর আরেক মেয়াদের দায়িত্বে থাকা দরকার বলে জানান তিনি। তার উপর দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা রয়েছে। আবারও নৌকার হাল ধরতে প্রস্তুত রয়েছেন তিনি।
সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ২০৯ জন। ১টি পৌরসভা, ২টি উপজেলা এবং ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন। এই আসনে বিগত ১১টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে ৫ বার বিজয়ী হয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি দুইবার, স্বতন্ত্র দুইবার, বিএনপি ও জাসদ একবার করে বিজয়ী হয়।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনূর/নাজাত