সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনের ভেতর থেকে পেট্রোল ভর্তি দুটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে পুলিশ।
সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল ইসলাম জানান, স্টেশনে দাঁড়ানো অবস্থায় উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। রেলওয়ে স্টাফ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হওয়া বড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়।
রেলওয়ে পুলিশ সুপার জানান, ট্রেনের যে বগিতে আগুন লেগেছে সেটির ভেতরে প্লাস্টিকের দুটি বোতল পাওয়া গেছে। বোতলগুলোতে পেট্রোল ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।
আগুনে বগির ১৬-১৭টি সিট পুড়ে গিয়েছে বলে জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ-০৮