ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে এক যাত্রী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে পৈরতলা-পুণিয়াউট রেলক্রসিং এলাকায় রেললাইনের উভয় পাশ থেকে দুর্বৃত্তরা পাথর ছুঁড়তে থাকে। এসময় ট্রেনের ‘জ’ বগিতে থাকা সিলেটের এক যাত্রীর শরীরে পাথরের আঘাত লাগে। এতে ওই যাত্রী আহত হন।

এসময় যাত্রীরা আতঙ্কে ট্রেনের জানালা বন্ধ করে দেন। এসময় ট্রেনের জানালার কাঁচ ভেঙ্গেও কয়েকজন যাত্রী হালকা আহত হন।

এ দিকে ট্রেনে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, ‘ট্রেনে পাথর ছোড়া হয়েছে জানতে পেরেছি। তবে কে বা কারা আহত হয়েছে তাদের নাম পরিচয় জানতে পারিনি। কারা হামলা করেছে এ বিষয়টিও নিশ্চিত নই। ট্রেনটি বিরতিহীন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি করেনি।’


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ-০৯