হবিগঞ্জের বাহুবলে দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের হামিদনগর সিএনজি স্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতকাপন গ্রামের আওলাদ মিয়ার ছেলে মো. হোসেন মিয়া নিজের নসিমন গাড়ি নিয়ে হামিদনগর বাজারে আসলে একই উপজেলার ভেড়াখাল গ্রামের কালা মিয়ার ছেলে শরিফ উদ্দিনের সিএনজিটির ধাক্কা লাগে। এ নিয়ে নসিমন চালক হোসেন মিয়া ও সিএনজি চালক শরিফ উদ্দিনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
 

এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় সিএনজি স্ট্যান্ডের শ্রমিকরা শরিফ উদ্দিনের পক্ষ নিয়ে নসিমন চালক হোসেন মিয়াকে মারধোর করে। খবর পেয়ে সাতকাপন গ্রামের কয়েক যুবক প্রতিবাদ করলে সিএনজি শ্রমিক ও সাতকাপন গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষ একে অপরের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে রুবেল মিয়া নামে একজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে।
 

বাহুবল মডেল থানার (ওসি) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
 

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-৫২৫