নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, বিএনপি যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে তফশিল পেছানোর সুযোগ আছে৷ পাশাপাশি চলমান রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন করেনি বলে দাবি করেন তিনি৷
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট ও সুনামগঞ্জের প্রশাসনের উওরধনত কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক কার্যালয় অনুষ্ঠিত এই বৈঠকে দুই জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, র্যাব, পুলিশ, বিজিবির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এ সময় নির্বাচন কমিশনার বলেন, শতভাগ রাজনৈতিক দল কখনো নির্বাচনে আসেনি। যদি অধিকাংশ দল অংশ নেয় সেখানেই নির্বাচনী আমেজ থাকে৷ তবে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান আগেও ছিলো এখনো আছে।
বিএনপি না এলে কোনো প্রভাব পড়বে কি জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না, হয়ে যাবে। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে।
সিলেটভিউ২৪ডটকম /নাজাত