সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড। প্রায় পাঁচ বছর পর চা বাগান ঘেরা সিলেটের সবুজ গালিচায় গড়াবে টেস্ট ম্যাচ।
বুধবার দুপুরে সিলেট পৌঁছে সারাদিন হোটেলে বিশ্রাম নেয় নিউজিল্যান্ড। আর রাতে পৌঁছায় বাংলাদেশ দল।
বৃহস্পতিবার উভয় দলই নামে অনুশীলনে। নেটে ঘাম ঝরায় দুই দলের খেলোয়াড়রা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ অনুশীলনে নামার কথা ছিল নিউজিল্যান্ড দলের। কিন্তু
নির্ধারিত সময়ের প্রায় একঘন্টা পর অনুশীলে নামে তারা। ব্যাটে-বলে প্রায় দুইঘন্টা সময় কাটিয়ে সাড়ে ১২টার দিকে মাঠ ছেড়ে হোটেলে ফিরে যায় তারা।
এদিকে, বেলা দেড়টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামেন মুশফিক-মুমিনুলরা। অনুশীলনের শুরুতেই কোচ চন্দ্রিকা
হাথুরুসিংহের সাথে সিলেটের উইকেট পরখ করে নেন মুশফিক। বাংলাদেশ দলও অনুশীলনে ঘাম ঝরায় প্রায় দুই ঘন্টা।
শুক্রবার আবারও অনুশীলনে নামবে দু’দল।
শনিবার বিরতি দিয়ে পরের দুইদিন ফের অনুশীলন করবেন দুইদলের খেলোয়াড়রা। আর সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে উভয় দল মাঠে নামবে ২৮ নভেম্বর। ওই ম্যাচ শেষে উভয় দলই ফিরে যাবে ঢাকায়। ৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
সিলেটভিউ২৪ডটকম /নাজাত