গণমানুষের শিল্পী কমরেড ভবতোষ চৌধুরী আমৃত্যু চা-শ্রমিক তথা সকল শ্রমজীবী, মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গণসংগীতের মাধ্যমেই লড়ে গেছেন ।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বলিষ্ঠ নেতা ও শিল্পী সংগ্রামী কমরেড ভবতোষ চৌধুরীর ১২তম প্রয়াণ দিবসে ভবমেলা ২০২৩’র আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় সিলেট নগরীর সারদা হলে ভবমেলার আয়োজন করেছে গণসংগীত শিল্পী কমরেড ভবতোষ চৌধুরী স্মৃতি পরিষদ।
পরিষদের পক্ষ হতে উক্ত মেলায় উপস্থিত হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি