সামনেই জাতীয় নির্বাচন। ক্রীড়াঙ্গনের অনেক তারকাই নির্বাচনে লড়তে যাচ্ছেন। তাই এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাতকে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকে ভাবতেই পারেন—বাংলাদেশের সাবেক এই অধিনায়ক কি তাহলে রাজপথে পা রাখছেন?
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি শেয়ারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
তবে আসল সত্যিটা হলো এরকম কিছুই নয়। দেশের প্রথম সারির এক অনলাইনকে তামিম নিশ্চিত করছেন, এটা কেবলই সৌজন্য সাক্ষাত ছিল। ক্রিকেট নিয়ে কিছু কথা হলেও সেখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল না। আর রাজনীতি নিয়ে প্রশ্নতো হেসেই উড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালেই হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। এরপর চোটের কারণে এশিয়া কাপ না খেললেও বিশ্বকাপে তিনি খেলবেন বলেই নিশ্চিত ছিল। সে লক্ষ্যে টুর্নামেন্ট শুরুর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজও খেলেন তিনি। তবে বিশ্বকাপ দল ঘোষণার একেবারে আগমুহূর্তে টিম ম্যানেজম্যান্টের সঙ্গে দ্বন্দ্বের জেরে বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম। এরপর আর ক্রিকেটে ফিরেননি তিনি। দেশ সেরা ওপেনারের সঙ্গে যা যা হয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ১৯ নভেম্বরের পর কথা বলার গুঞ্জন ছিল তামিমের। অবশেষে গতকাল তাই সত্যি হয়েছে।
গতকাল রাতে তামিম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করেন। ছবিতে প্রধানমন্ত্রী সহ তামিমের সঙ্গে ছিলেন তার সহধর্মিনী। ছবি প্রকাশ করে তামিম লিখেন, "মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা সবসময়ই আনন্দের।"
সিলেটভিউ২৪ডটকম/পিডি