সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মত অনুশীলনে করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। শুক্রবার সকল থেকেই মাঠে ঘাম ঝড়িয়েছে দুই দলই।
সকাল সাড়ে দশটা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ তে নিউজিল্যান্ড এবং মূল মাঠে বাংলাদেশ দল অনুশিলন শুরু করে। দুই দলই ২ঘন্টার মত অনুশীলনে করে।
বাংলাদেশ দলীয় অনুশীলনে অনেকটা সময় কাটিয়েছেন ফিল্ডিংয়ে। আর নেটে ঘাম ঝরায় নিউজিল্যান্ড।
শনিবার বিরতি দিয়ে পরের দুইদিন ফের অনুশীলন করবেন দুইদলের খেলোয়াড়রা। আর সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে উভয় দল মাঠে নামবে ২৮ নভেম্বর। ওই ম্যাচ শেষে উভয় দলই ফিরে যাবে ঢাকায়। ৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
আগামী ২৮ নভেম্বর শুরু হওয়া টেস্টের মাধ্যমে প্রায় পাঁচ বছর পর চা বাগান ঘেরা সিলেটের সবুজ গালিচায় গড়াবে টেস্ট ম্যাচ।
সিলেটভিউ২৪ডটকম/নাজাত