বাহরাইনে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান ‘সুপ্রিম ইলেক্ট্রনিকস ডব্লিউ এল এল’র তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় ৭ টায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ কমিউনিটির নেতারা ফিতা কেটে ওই শাখার উদ্বোধন করেন।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিজনেস কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি সাবের আহমেদ, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি মাজহারুল হক নয়ন, বাংলাদেশ বিজনেস কমিউনিটির সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদ, সিনিয়র সাধারন সম্পাদক নাজমুল হাসান সোহাগ, আনোয়ার হোসেন, শেখ ইমরান, হাসেম রানা, ইসমাইল, আরিফ, আলী হোসেন, মকবুল হোসেন মুকুল প্রমুখ। 

অনুষ্ঠানে ব্ক্তরা ব্যবসা প্রতিষ্ঠানটির সফলতা কামনা বলেন, ‘বিদেশের মাটিতে ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে; যা বৈদেশিক কর্মসংস্থানে ও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী অবদান রাখছে।’ এ ধারা অব্যাহত রেখে বিদেশের মাটিতে বাংলাদেশের নামকে উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম ইলেক্ট্রনিকসের পরিচালক সুমন প্রধান আগত অতিথিদের ও বাংলাদেশ কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন। 

সবশেষে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। 

সিলেটভিউ২৪ডটকম/ আশফাক/ নোমান