মৌলভীবাজারের জুড়ীতে দলীয় নির্দেশনা অমান্য করায় ও সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) সংগঠনটির জেলা আহ্বায়ক ও সদস্য সচিব সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা যায়, আনোয়ার হোসেন মঞ্জু মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে সাবেক বিএনপি নেতা শমসের মুবীন চৌধুরীর নেতৃত্বাধীন তৃণমূল বিএনপি থেকে মনোনয়নের জন্য ২২ নভেম্বর আবেদনপত্র জমা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়; চলে নানা আলোচনা-সমালোচনা। এর দুই দিন পর স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত হলেন মঞ্জু।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর তিনি তৃণমূল বিএনপিতে যোগ দেন বলে জানা যায়।
তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন চাওয়ার বিষয়টি নিশ্চিত করে আনোয়ার হোসেন মঞ্জু জানান, তাকে বহিষ্কারের আগে তিনি নিজেই স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তিনি লিখেছেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাথে দীর্ঘ দিন সম্পৃক্ত ছিলাম। বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে ওই সকল রাজনৈতিক পদ পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
সিলেটভিউ২৪ডটকম/ আলম / নোমান