সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দলদাস নির্বাচন কমিশন দেশে একতরফা নির্বাচন আয়োজন করে বাকশালীদের ক্ষমতায় রাখার ষড়যন্ত্র করছে। একদিকে বিরোধী মতের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েসী রায় দিয়ে সাজা দেয়া হচ্ছে। অপরদিকে সরকারী দলকে উৎসবমূখর পরিবেশে নির্বাচন করার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এই নির্বাচন কমিশন ও ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোন নির্বাচন কল্পনাও করা যায়না। তাই কথিত প্রহসনের তফসিল বাতিল করতে হবে। নিরপেক্ষ সরকারের মাধ্যমে দেশে নির্বাচনের আয়োজন করতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দেশপ্রেমিক জনতা ৭ম ধাপের ৪৮ ঘন্টার অবরোধ সফল করতে প্রস্তুত রয়েছে।
তিনি শনিবার সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্র আহুত ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে নগরীতে মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা শেখ কবির আহমদ, মঞ্জুর হোসেন মঞ্জু, শুয়াইবুর রহমান শুয়েব, লুৎফুর রহমান মোহন, খায়ের আহমদ খায়ের, সবুর আহমদ, মো. বাচ্চু মিয়া, আহাদ চৌধুরী শামীম, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, সুমেল আহমদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর সদস্য সচিব আফসর খান, সাবেক সদস্য সচিব আজিজ হোসেন আজিজ, বিএনপি নেতা আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, আলমগীর হোসেন, রুবেল বক্স, আব্দুল মান্নান, জমজম বাদশা, সুলেমান আহমদ সুমন, সালেক আহমদ, রাসেল আহমদ খান, আব্দুল মুনিম, ইফতেখার আহমেদ পাবেল, আকবর হোসেন, একেএম, ফজলুল হক, যুবদল নেতা তফাজ্জুল হোসেন বেলাল, লিটন আহমদ, কয়েস আহমদ, আলী আহমদ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাসিম জাকারিয়া ও আজিজ খান সজীব প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬১৩