সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল আনাম মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার বেলা সোয়া ১টার দিকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুর রহমান খন্দকার রানা।
এডভোকেট রানা জানান, রুহুল আনাম মিন্টু হৃদরোগে ভূগছিলেন। এর আগে তিনি একবার হার্ট অ্যাটার্ক করেছিলেন। তার হার্টে ব্লকও ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় ফের হার্ট অ্যাটার্ক করলে বৃহস্পতিবার তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার সোয়া ১টার দিকে তাকে সিলেট হার্ট ফাউন্ডেশন থেকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ