শেখ হাসিনার পদত্যাগ, তফসিল বাতিল, ২৫ ও ২৬ নভেম্বরের অবরোধের সমর্থনে এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান সহ জাতীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা প্রদানের প্রতিবাদে শনিবার রাতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
 

সন্ধ্যায় নগরীর চৌহাট্রা - কুমারপাড়া রোডে মশাল মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।


প্রতিবাদ সভা পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

মিছিল ও সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, টিটন মল্লিক মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া সহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
 

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, ইনশাআল্লাহ আঁধার কেটে আলো আসবে। অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদের পতন হবে। অধিকার হারা মানুষ ফিরে পাবে ভোটাধিকার ও গনতন্ত্র।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ তার বক্তব্যে বলেন, জেল, জুলুম, মিথ্যা মামলা ও ফরমায়েসী সাজা দিয়ে শেষ রক্ষা হবেনা। অচিরেই আওয়ামী ফ্যাসিবাদকে জনরোষে পতিত হয়ে বিদায় নিতে হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬২৫