নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের জন্মদিন পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান জানান, শনিবার (২৫ নভেম্বর) দিনব্যাপি এসব কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বৃক্ষরোপন, দোয়া মাহফিল ও এতিমখানায়  বাচ্চাদের খাবার বিতরণ।  

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার নেতা শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীর মধ্যে আজ আনন্দ বিরাজ করছে। তারই অংশ হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচী পালন করেছি এবং জন্মদিনে দোয়া করি আল্লাহ যেন ভাইকে সবসময় সুস্থ রেখে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে আমৃত্যু কাজ করে যেতে পারেন।


 

সিলেটভিউ২৪ডটকম/ নোমান