দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনে সপ্তমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক চিফ হুইপ ড. আব্দুস শহীদ।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেখানে মৌলভীবাজার-৪ আসনে নৌকার প্রার্থী হিসেবে ছয়বারের সংসদ সদস্য ড. আব্দুস শহীদের নাম ঘোষণা করা হয়।
তাঁর সঙ্গে প্রবীণ নেতা বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমানসহ সাতজন মনোনয়ন চেয়েছিলেন। ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছয়বার সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন ড. আব্দুস শহীদ। আব্দুস শহীদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালের পঞ্চম, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ১ অক্টোবর ২০০১ সালের অষ্টম, ২৯ ডিসেম্বর ২০০৮ সালের নবম, ৫ জানুয়ারি ২০১৪ সালের দশম ও ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-৬৬৫