সিলেট-৩ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য পীর হবিবুর রহমানের ছোট ছেলে ওলিউর রহমান। 

 


নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে সোমবার (২৭ নভেম্বর) তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সোমবার সকালে তিনি ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন। 

 

পীর হবিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন ও ঘনিষ্টজন ছিলেন। বাংলাদেশের বাম রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। 

 

পীর হবিবুর রহমানের ছোট ছেলে ওলিউর রহমান যুক্তরাজ্য প্রবাসী হলেও এলাকার মানুষের আপদ-বিপদে প্রবাস থেকেও পাশে থাকার চেষ্টা করেন। 

 

পিতার মতো গণমানুষের কল্যানে কাজ করার প্রত্যয়ে ওলিউর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ-০২