দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি সিলেটের ৫ জনসহ বর্তমান ৭১ জন সংসদ সদস্য (এমপি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী এসব এমপিদের জায়গায় এবার মনোনয়ন পেয়েছেন নতুন ও পুরোনো কিছু নেতা।

সিলেটের ৫ জন নতুন মুখ ছাড়াও সিলেট-৫ আসনের বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখাননি। এছাড়া গতবার মহাজোটের অনুকূলে ছেড়ে দেওয়া দুইটি আসনে এবার প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।


রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সিলেট বিভাগের যেসকল বর্তমান এমপি নৌকার মনোনয়ন পাননি তারা হলেন, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-২ আসনের এমপি জয়া সেনগুপ্ত, মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এবং হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান।

দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ ও সুনামগঞ্জ-৪ আসনে দলীয় কোন প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী ও সুনামগঞ্জ-৪ আসনে ড. মুহম্মদ সাদিকের নাম ঘোষণা করেছে দলটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২১ নভেম্বর পর্যন্ত মোট ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে ক্ষমতাসীন দলটি।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৪১ জন। এরমধ্যে সিলেট বিভাগে ১৯টি আসনের বিপরীতে ১৭২টি মনোনয়ন ফরম বিক্রি হয়।


সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-৬৬৮