দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নলাভের পর আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা কুলাউড়ায় আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
 

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।


নাদেল বলেন, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। সেখান থেকে প্রথমে হজরত শাহজালাল (র.) মাজার ও হজরত শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। পরে কুলাউড়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে কুলাউড়ায় ফিরে সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করবেন।
 

উল্লেখ্য, নাদেল কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের মরহুম শামসুল আলম চৌধুরীর ছেলে।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৬৮৯