সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের মিত্রিমহল গ্রামের উওরপাড়ায় আল- মদিনা মসজিদের ভিত্তিপ্রস্থর করা হয়েছে।
 

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মসজিদের ভিত্তি-প্রস্থর করেন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান রাখালগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা  মোঃ শিহাব উদ্দিন আলিপুরী।
 


আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়ক সংলগ্ন মিত্রিমহল উত্তরপাড়ায় প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের ৩৩ শতক জমির উপর আল মদিনা মসজিদটির ভিত্তি-প্রস্থর করা হয়েছে। সালুটিকর এলাকার সালিশ ব্যাক্তিত্ব ও আল মদিনা মসজিদের ভুমি দাতা আতাউর রহমানের সভাপতিত্বে ও মুরব্বি ফারুক আহমদের পরিচালনায় ভিত্তিপ্রস্থর পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখালগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শিহাব উদ্দিন আলিপুরী, প্রধান বক্ত হিসাবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, হযরত শাহজালাল ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা আল-আমিন,তাফসিরুল কুরআন দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ছয়ফুল আলম, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সিরাজ উদ্দিন, মেসার্স এমবিসি ব্রিকস ফিল্ডের সত্ত্বাধিকারী আব্দুল আহাদ, মেসার্স সোনালী ব্রিকস ফিল্ডের সত্ত্বাধিকারী আমিনুল ইসলাম মুন্সি, ব্যবসায়ী রফিক আহমদ, মিসবাহ আহমদ, আরিফ মাহমুদ শাহীন।
 

এসময় উপস্থিত ছিলেন- মুরব্বি সিরাজুল ইসলাম ফকির, মানিক মিয়া, বিলাল উদ্দিন, তেরা মিয়া, বাচা মিয়া,আইয়ুব আলী, শবক মিয়া,আব্দুল মুতলিব,জফুর আহমদ, আলাউদ্দিন, আরজু মিয়া,রফিক আহমদ প্রমুখ।
 

আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সালুটিকর এলাকার ব্যবসায়ী ও মিত্রিমহল গ্রামের কৃতিসন্তান আতাউর রহমান আল-মদিনা মাসজিদের ভুমি দান করেন।


 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-৬৯৬