আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আসছেন।
বিমানের একটি ফ্লাইটে সকাল ৮টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপ্রাপ্তির পর সোমবার তিনি ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার সকালে সিলেট পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি দলের নেতাকর্মীসহ সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
শফিউল আলম চৌধুরী নাদেল সিলেট জেলা ছাত্রলীগে পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে টানা দুই মেয়াদে তিনি এই পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মৌলভীবাজারের কুলাউড়ার কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল এবার প্রথম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬৯৮