জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগের পর ‘তৃণমূল বিএনপি’-তে যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। রবিবার (২৬ নভেম্বর) রাতে শাহীনুর পাশা তৃণমূল বিএনপিতে যোগ দেন। 

গত বৃহস্পতিবার কয়েকটি ইসলামী দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শাহীনূর পাশা। পরে জমিয়তে উলামায়ে ইসলাম তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করে। এর পরেই তাঁকে ঘিরে শুরু হয় একের পর এক নাটকীয়তা। 


দল থেকে সব পদ স্থগিত করার পর শাহীনুর পাশা ঘোষণা দেন- তিনি জমিয়ত থেকে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে তিনি বলেন- জমিয়তের জন্য নিজের জীবন-যৌবন সব শেষ করলাম। অথচ একটি অংশ ষড়যন্ত্র করে আমাকে দল ছাড়তে বাধ্য করল। আমি এবার অন্য দল থেতে নির্বাচনে অংশ নেব।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা প্রসঙ্গে শাহীনূর পাশা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এটি আমার ব্যক্তিগত সৌজন্যসাক্ষাৎ ছিলো।

সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুরে শাহীনূর পাশার বাড়ি। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি থাকাকালে দলের নীতিনির্ধারক ছিলেন তিনি। শাহীনুর পাশা সুনামগঞ্জ-৩ আসনে ২০০৫ সালের উপনির্বাচনসহ মোট পাঁচটি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে চারবার বিএনপি-জামায়াতের জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে, একবার নির্বাচন করেছেন নিজের দলের প্রতীক খেজুর গাছ নিয়ে। এর মধ্যে ২০০৫ সালে সুনামগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে তিনি চারদলীয় জোট প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম