সিলেট টেস্টের ২য় দিনের শুরুটা ভালোই করেছে নিউজিল্যান্ড। দিনের প্রথম বলেই বাংলাদেশের শেষ উইকেট তুলে নিয়েছেন কিউই অধিনায়ক টিম সাউদি। আর ব্যাট হাতে নেমে দুই উইকেট হারালেও স্কোরটা নেহায়েত মন্দ নয়। ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ৭৮ রান। ক্রিজে আছেন অভিগ কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। 


২য় দিনে বাংলাদেশের প্রত্যাশা নিশ্চিতভাবেই ছিল বাড়তি কিছু রান যোগ করা। কিন্তু সে আশা পূরণ হয়নি। দিনের প্রথম বলেই টিম সাউদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল ইসলাম। পাকিস্তানি আম্পায়ার এহসান রাজা ফিরিয়ে দিয়েছিলেন সাউদির আবেদন। তবে রিভিউ নিয়ে ঠিকই সফল হলেন কিউই অধিনায়ক। আগের দিনের ৩১০ রানের সঙ্গে কোন রান যুক্ত করার আগেই অলআউট বাংলাদেশ। 



আগের দিনটাও নিউজিল্যান্ড শুরু করেছিল রিভিউ দিয়ে। সেবার সফল না হলেও দ্বিতীয় দিনে এসে ঠিকই নিজেদের প্রত্যাশিত ফল পেয়েছে কিউইরা। আর নিজেদের ইনিংস শুরুর আগেই পিচে হালকা রোলিং এর অনুরোধও করে গিয়েছেন সাউদি। 


নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের শুরুটা ছিল মসৃণ। টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে শুরু করেছিলেন ধীরলয়ে। ওভারপ্রতি ৩ করে রান এসেছে। সিলেটের স্পিনিং উইকেটে ভালোই এগুচ্ছিলেন দুজন। তবে সেটা বেশিক্ষণের জন্য না। ১৩তম ওভারে প্রথম বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। টম ল্যাথাম সুইপ করতে চেয়েছিলেন। তবে সেটা ব্যাটে-বলে হয়নি। ফাইন লেগে ক্যাচ নেন নাঈম হাসান।


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ-০২