সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আলী মাহমুদ।
তিনি জানান, এসময় তাদের কাছে ৬টি ককটেল পাওয়া গেছে।
চলমান আন্দোলনে ছাত্রদল নেতা আফসানের বিরুদ্ধে সিলেট মহানগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে বলে জানা গেছে।
সিলেটভিউ২৪ডটকম/এসডি-৭৬২