দলীয় কোন নেতাকে মনোনয়ন না দেওয়ায় মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী দিতে যাচ্ছে জেলা আওয়ামী লীগ। গত কয়েকদিনে একাধিক মিটিং করে প্রার্থীও চূড়ান্ত করেছে দলটির তৃণমূলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে বলে স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়।
গত ২৬ নভেম্বর দলীয় মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ। এতে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে দলটির মনোনয়ন পান জিল্লুর রহমান। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। চলে নানা আলোচনা-সমালোচনা।
জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানান, বুধবার রাতে স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী দিতে জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের আলোচনা হয় । ওই সভায় বক্তারা এক সিদ্ধান্তে উপনীত হন। তাঁরা বলেন, ‘মৌলভীবাজার-রাজনগরকে যারা বিভাজন করতে চায়; যারা এই দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সুসম্পর্ক নষ্ট করতে চায় আমরা তাঁদেরকে সফল হতে দিতে পারিনা। যারা আমাদেরকে ধোকা দিতে চায় সেই ধোকাবাজদের কাছ থেকে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে। আমরা তৃণমূল আওয়ামী লীগ কর্মীর সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দিবো এবং বিজয় ছিনিয়ে আনবো।’
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ও সিআইপি এম এ রহিম শহীদ, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখত প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ তমাল/ নোমান