সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নন্দিরগাঁও ইউনিয়নে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নওয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত যুবক শাকির (৩০) নন্দিরগাঁও গ্রামের বাসিন্দা মুনু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের ড্রপ লাইনের উপর গাছের ডাল পড়ে তার ছিড়ে যায় এবং যেদিকে বিদ্যুতের সংযোগ ছিল সেই দিকে নিহত যুবক শাকির ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয় এবং পানিতে পড়ে যায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টুআইসি জহির উদ্দিন এবং লাশ দেখতে তার বাড়িতে যান।
এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল জানান, বিদ্যুৎ স্পর্শের যুবকের মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-৮১০