সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন।

 


মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৫ জন, তৃণমূল বিএনপি ৬ জন, ইসলামী ঐক্যজোটের ৪ জন, ন্যাশনাল পিপলস পার্টির ৩ জন, বাংলাদেশ কংগ্রেসের ৩ জন, জাকের পার্টির ৩ জন, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের ২ জন, গণফোরামের ১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১ জন, বাংলাদেশ মুসলিম লীগের ১ জন ও স্বতন্ত্র ১১ জন।

 

জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন সিলেট-২ আসনে। ওই আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি, কৃষক শ্রমিক জনতালীগ জাকের পার্টি ও বাংলাদেশ কংগ্রেনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

এর মধ্যে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি থেকে দুইজন করে প্রার্থী মনোনয়ন জমা দিেেছন। এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ৪ জন।

 

আর সবচেয়ে কম মনোনয়নপত্র জমা হয়েছে সিলেট-৪ আসনে। ওই আসনে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীর সংখ্যা মাত্র চার জন। আসনটিতে আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জাকের পার্টি মনোনয়নপত্র জমা দিয়েছে। সিলেট-৪ আসন থেকে কেউ স্বতন্ত্র প্রার্থী হননি।

 

এছাড়া সিলেট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। এর মধ্যে ১ জন করে আওয়ামী লীগ, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

 

সিলেট-৩ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে একজন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী রয়েছে। এছাড়া আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৩ জন।

 

সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর প্রার্থী রয়েছেন। আর দুইজন করে প্রার্থী রয়েছেন তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র।

 

সিলেট-৬ আসনে একজন স্বতন্ত্র ও পাঁচটি রাজনৈতিক দল থেকে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসনটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ইসলামী ঐক্যজোট প্রার্থী দিয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ-০২