মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমাদানের পর নাদেল সাংবাদিকদের বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে কুলাউড়া উপজেলাবাসী নৌকাকে বিজয়ী করবেন।’
সিলেটভিউ২৪ডটকম/অনি/পিডি