সম্প্রতি ক্রিকেটার মোহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বছর দুয়েক আগে অনুরাগ কাশ্যপের নামে এনেছিলেন ধর্ষণের অভিযোগ। তারপরেই আলোচনায় আসেন তিনি।
যে কোনো বিতর্ককে অবলীলায় সামলে নেন, তিনি হলেন ভারতীয় অভিনেত্রী পায়েল ঘোষ। এবার ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। ভারতীয় ক্রিকেটাররা তাকে নাকি বেশ পছন্দই করেন।
তবে এখানেই শেষ নয়। পায়েলের দাবি, তিনি সম্পর্কে ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেট তারকা ইরফান পাঠানের সঙ্গে। শুধু ইরফান নয়, পায়েলকে গভীর রাতে মিস্ড কল দিতেন গৌতম গম্ভীরও। এদিন ইরফান পাঠান ও নিজের একটি ছবি পোস্ট করে পায়েল লেখেন, ‘আমাদের ব্রেকআপের পর আমি ভেঙে পড়েছিলাম। অনেকটা সময় কাজ করতে পারিনি। কিন্তু ওকেই একমাত্র ভালোবেসেছিলাম আমি। এরপর আর কখনো প্রেমে পরিনি।’
Mere pichhhe #gautamgambhir #AkshayKumar sab pade hue the lekin main pyar sırf İrfan Pathan se karti thi, mujhe uske ilaba koi aur dikhta hi nahi tha aur main İrfan ko sab ke ware bolti bhi thi, sab ka miscal dikhati bhi thi… Maine BAs Irfan se pyar kiya aur kisise bhi nahi…
— Payal Ghosh (@iampayalghosh) December 1, 2023
সিরিজ অফ টুইটে পায়েল আরও লেখেন, গৌতম গম্ভীর, অক্ষয় কুমার প্রত্যেকে আমাকে পছন্দ করতেন। কিন্তু আমি কেবল ইরফানকে ভালোবেসেছি। আমি ওকে চোখে হারাতাম। এমনকী সমস্ত কথা ওকে বলতাম। প্রত্য়েকের মিসড কলও দেখাতাম। আমি কেবল ইরফানকে ভালোবেসেছি আর কাউকে না। গৌতমকে আমাকে প্রতিদিন মিসড কল করত। ইরফান এটা জানত। ও আমার সমস্ত কল ডিটেইল চেক করত।
পায়েল লেখেন, ‘এমনকী ও এ বিষয়টা আমার সামনেই ইউসুফ ভাই, হার্দিক পান্ডিয়া ও কুণাল পান্ডিয়াকে জানিয়েছিল যখন আমি ইরফানের সঙ্গে পুণেতে দেখা করতে গিয়েছিলাম। বরোদার ডোমেস্টিক ম্যাচও ছিল।’
Gautam Gambhir mujhe regularly miscall dete the , yeh Irfan ko bohot achhi ta rah pata tha , woh mera sab calls check karta tha .. woh yeh baat mere Samna Yusuf bhai, Hardik Aur Krunal Pandya ko bhi bataya tha jab main irfan ko Pune mein Milne gayi thi.. Domestic match tha…
— Payal Ghosh (@iampayalghosh) December 1, 2023
কলকাতায় বড় হয়েছে পায়েল ঘোষ। সেন্ট পল্স মিশন স্কুল থেকে পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে গ্র্যাজুয়েশন করেন। আপাতত রাজনীতিতে মন তার। রামদাস আথওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার মহিলা শাখার সহ-সভাপতি পায়েল।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩
সূত্র : জাগোনিউজ