সিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান আজ ।

পুনর্মিলনী উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হবে। পরে সকাল সাড়ে দশটায় আঞ্চলিক স্কাউট কেন্দ্র লক্ষণাবন্দে উদ্বোধনের মধ্যে দিয়ে
দিনব্যাপী অনুষ্ঠানের মূল পর্ব শুরু হবে।


পরে সকাল এগারোটায় স্মারক মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট মুরারিচাদ কলেজের অধ্যক্ষ আবুল আনাম মোহাম্মদ রিয়াজ, সিলেট সরকারি ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুল সাজিদুল।

এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, কুইজ প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ, র‌্যাফেল ড্র ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে পুর্নমিলনী অনুষ্ঠান উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে বাঁধ ভাঙ্গা খুশি আর অনাবিল উল্লাস।

প্রাক্তন শিক্ষার্থী তাহসিন হাসান জিহান বলেন, মনে পড়ছে স্কুল জীবনের দিনগুলোর কথা। এমন অনেক বন্ধুই ছিল, যাদের সঙ্গে অনেক বছর পর প্রথমবারের মতো দেখা হবে। সেটা ভেবে খুব ভালো লাগছে, সে অনুভূতি বোঝাতে পারব না।

২০১২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জিহাদ হোসেন বলেন, এই পুনর্মিলনী উদযাপনের মধ্যে দিয়ে বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় হবে। এই অনুষ্ঠানে সফলতা কামনা করছি।

বিদ্যালয়ের ২০১২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক ফারহান মাসউদ আফছর বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ থেকে শৈশবকালের শিক্ষা জীবন শেষ করেছিলাম। এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে। এই পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবার ফিরে যেতে পারবো স্কুল জীবনের সেই স্মৃতিময় দিনগুলোতে।

প্রাক্তন শিক্ষার্থী হোসেন আহমদ বলেন, ১২৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ১২৫ বছরের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

প্রাক্তন শিক্ষার্থী হানিফ আহমদ বলেন, স্মৃতির আয়নায় চিরভাস্বর স্কুলের সোনালী দিনগুলো আজও তাড়িত করে। স্কুলের ১২৫ বছর পূর্তিতে অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত পুর্নমিলনী অনুষ্ঠানের মাধ্যমে প্রাণের সঞ্চার ঘটাবে।

৭৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলাউদ্দিন অনুভূতি ব্যক্ত করে বলেন, ৪৮ বছর আগে এই বিদ্যালয় থেকে আমি এসএসসি পাস করি। আমি  পুনর্মিলনী অনুষ্ঠানের সফলতা এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

এছাড়া আরও অনেক প্রাক্তন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, পুনর্মিলনী অনুষ্ঠানে তারা ভিন্ন পোশাকে সাজবেন, অনেকে আবার ভিন্নরকম পরিকল্পনা নিয়েছেন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। এ যেন তাদের দীর্ঘদিনের অপেক্ষার এক অনাবিল আনন্দের মেলবন্ধন হতে চলেছে। এসব কিছুই ফুটে উঠেছে তাদের চোখে মুখের ভাষা থেকে। প্রাক্তন শিক্ষার্থী নবীন, প্রবীণ সবারই প্রত্যাশা যেন শিক্ষার আলোকের বাহন বিদ্যালয় শিক্ষা এবং মানবতার বাতা ও দূরদূরান্তে যেন পৌঁছে দেওয়া অব্যাহত থাকে।

শত শত বছর সমৃদ্ধির সাথে শিক্ষার আলো ছড়িয়ে টিকে থাক প্রাণের প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এমন আশা প্রত্যাশা নবীন-প্রবীণ, শিক্ষার্থীদের।

অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব শিক্ষক কাজল কান্তি দাস অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রকৃতির মনোরম পরিবেশে লক্ষণাবন্দ আঞ্চলিক স্কাউট ক্যাম্পে অ্যালামনাই এসোসিয়েসনের উদ্যােগে ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হবে এবং আনন্দেউচ্ছ্বাস-উল্লাসে উদযাপিত হবে। অনুষ্ঠানে রেজিস্ট্রেশনকৃত এবং আমন্ত্রিত অতিথি সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। এ সময় তিনি অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন।


সিলেটভিউ২৪ডটকম/পিডি