ছাতকের গোবিন্দগঞ্জে নির্মানাধীন হাসপাতালের দোতলায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সাইদুল হক (২৩) নামের ওই শ্রমিক গুরুতর আহত হওয়ার পর গ্রামের উত্তেজিত লোকজন নির্বাচনী লিফলেট সম্বলিত মাইক্রো গাড়ির উপর হামলা করে। হামলায় দুইজন কর্মী আহত ও গাড়ির গ্লাস ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর খুরমা ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের রইছ আলীর ছেলে সাইদুল হক (২৩) সকালে উপজেলার তকিপুর গ্রামের পাশে গোবিন্দগঞ্জ নির্মানাধীন (প্রাইভেট) হাসপাতাল কাজ করতে যান।অসাবধানতাবশতঃ ২য় তলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)'র অরক্ষিত ৩৩ কেভি ভোল্টের বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। তাকে স্থানীয়দের সহায়তায় সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। পূর্বে একইস্থানে বিদ্যু স্পৃষ্ট হয়ে কিশোর মারা যাওয়ার ঘটনা রয়েছে।
 


এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক আহতের ঘটনায় এলাকার লোকজন উত্তেজিত হয়ে গোবিন্দগঞ্জে নির্মাণাধীন হাসপাতালের পরিচালক আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে এমপি প্রার্থী আইয়ুব করম আলীর নির্বাচনী লিফলেট সম্বলিত মাইক্রো গাড়ির উপর হামলা করে। হামলায় দুই ব্যক্তি আহত হন ও গাড়ির গ্লাস ভেঙে যায়।
 

এ ব্যাপারে তকিপুর গ্রামবাসী অভিযোগ করে জানান, চলতি বছরের ১৯ জুলাই সকালে একইস্থানে ছৈলা ইউনিয়নের বাগইন গ্রামের দৌলত মিয়ার ছেলে মিনহাজুর রহমান রনি (১৫)  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে শেখ হাসিনা বার্ন  ইউনিটে চিকিৎসারত অবস্থায় ২৪ দিন পর (১৪ আগস্ট) সে মারা যায়। তবুও নবনির্মিত হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা বিদ্যুৎ বিভাগের কোন লোকজন গৃহিত ব্যবস্থা নিচ্ছেন না।
 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ছাতকের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, উক্ত স্থাপনা ৩৩ কেভি ভোল্টের বিদ্যুৎ লাইন হতে মাত্র দেড় ফুট দূরত্ব করা হচ্ছে। অথচ আইন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের ১০ ফুটের ভিতরে কোন স্থাপনা করা যাবে না। ছাতক পিডিবি কর্তৃক বারবার নোটিশ দিয়েও কোন কাজ হয়নি। তিনি আরও জানান, এ ব্যাপারে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা দ্রুত গ্রহন করা হবে।
 

এ ব্যাপারে আইয়ুব করম আলীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

ছাতক থানার ওসি শাহ আলম জানান, এখনো এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


 


সিলেটভিউ২৪ডটকম/শংকর/এসডি-৮৫