কভেন্ট্রি সিটি ইউকের কাউন্সিলর, ডেপুটি কেবিনেট সদস্য (চিলড্রেন এন্ড ইয়াং পিউপল) ও যুক্তরাজ্য কভেন্ট্রি আওয়ামী লীগের সহ-সভাপতি কাউন্সিলর আব্দুল জব্বার এবং যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক এম এ ফাত্তাহ'র পিতা আব্দুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খান।
এক শোক বার্তায়, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক এম এ ফাত্তাহ’র পিতা আব্দুল করিম আজ মঙ্গলবার(২ জানুয়ারি) ভোরে উপশহরের নিজ বাসায় ইন্থেকাল করেন।
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ছেলে-মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৬