জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ভারত থেকে আমদানিকৃত পাথরের উপর শুল্ক ‘অতিরিক্ত হারে’ বৃদ্ধির প্রতিবাদে তামাবিল স্থলবন্দরসহ সিলেটের সবকটি শুল্ক স্টেশন দিয়ে ব্যবসায়ীরা ভারত থেকে পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন।

 


সোমবার (৮ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। 

 


আমদানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্থল বন্দর ও শুল্কস্টেশন সমূহের ব্যবসা পরিচালনা সংক্রান্ত কমিটির আহবায়ক এমদাদ হোসেন। 

 


সংশ্লিষ্টরা বলছেন- এনবিআর কর্তৃক সিলেট অঞ্চলের স্থলবন্দরগুলোতে ভারত থেকে আমদানি করা বোল্ডার স্টোন, স্টোন চিপস এবং লাইমস্টোন পাথরের উপর শুল্কায়ন বৃদ্ধিসংক্রান্ত সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃক গত ৪ জানুয়ারি এক পত্রে জানানো হয়। পরে সোমবার থেকে সেটি কার্যকর হয়। এ কারণে পাথর আমদানি বন্ধ করে দেন আমদানিকারকরা।

 


সিলেট বিভাগীয় স্থলবন্দর ও শুল্কস্টেশন সমূহের ব্যবসা পরিচালনা সংক্রান্ত কমিটির আহবায়ক এমদাদ হোসেন জানান, আজ (মঙ্গলবার) এ বিষয়ে বৈঠক হবে। এ বৈঠকে স্থলবন্দর ও সবকটি শুল্ক স্টেশনের পাথর আমদানিকারকরা করণীয় ঠিক করবেন। 

 

সিলেটভিউ২৪ডটকম / ডি.আর