কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব উপজেলা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন। বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ সম্মেলন করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। সেই তালিকায় রয়েছেন নাজমুল হাসান পাপন। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।
গত দশ বছরেরও বেশি সময় ধরে একটানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে আছেন নাজমুল হাসান পাপন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন এমপি, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের পুত্র।
তবে ক্রিকেট বক্তরা মনে করছেন, মন্ত্রীসভায় নাজমুল হাসান পাপনের ডাক পাওয়ায় ক্রিকেট বোর্ডে এখন নতুন নেতৃত্ব আসবে?
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে নতুন নেতৃত্ব আসবে কি না-এ জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।
সিলেটভিউ২৪ডটকম/ নোমান