সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিমন্ত্রী হচ্ছেন। বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিক জানানো হয়েছে তাকে।

প্রতিমন্ত্রী হওয়ার খবর শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।


সিলেটভিউকে তিনি বলেন, “প্রথমেই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাকে নৌকা না দিলে বিজয় আসতো না। দীর্ঘ ১০ বছর আমার নির্বাচনি এলাকার মানুষ উন্নয়নবঞ্চিত ছিলেন নৌকার প্রার্থী না থাকায়। তবে এবার নৌকা ফিরে আসায় বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর কাঙ্খিত উন্নয়ন হবে। স্থানীয় নেতাকর্মী নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী ৫ বছর নিবিষ্টচিত্তে আমি মানুষের জন্য কাজ করে যাবো। প্রধানমন্ত্রী আমাকে তার মন্ত্রীসভায় স্থান দিয়েছেন আমি সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো। নিশ্চয়ই দেশের কল্যাণে এবং এলাকার মানুষের ভালোর জন্য কাজ করব। আমি সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’”

এরপর তিনি ছুটে যান রাজধানীর হাইকোর্ট মসজিদে। সেখানে এশার নামাজ আদায় শেষে হাইকোর্ট মাজার জিয়ারত ও পরে পুরান ঢাকার চকবাজারে মাজার শরিফ জিয়ারত করেন তিনি। এসময় তার সাথে ছিলেন সিলেট-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার সাথে ছিলেন।

এছাড়াও শফিকুর রহমান প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার খবরে সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথের ১ পৌরসভাসহ ১৬টি ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস। অনেকে খবর শুনে ছুটে গেছেন ঢাকায়। সেখানে অবস্থানরত শফিক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এক দশক পর সিলেট-২ সংসদীয় (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ডুবানো নৌকা ভাসিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী। গত রবিবার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের তিনি ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যান্য এমপির সঙ্গে সকালে বুধবার (১০ জানুয়ারি) শপথ গ্রহণ করেন শফিক চৌধুরীও। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে তিনি পেলেন সুখবর। মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন ২৪ ঘণ্টার রাজনীতিবিদ হিসেবে সুখ্যাতি পাওয়া এই আওয়ামী লীগ নেতা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।’


সিলেটভিউ২৪ডটকম/পিডি