সিলেটে জুয়ার আড্ডা থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরের এয়াপোর্ট থানাধীন বড়শালা এলাকার নয়াবাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ১। মো. জুবেল (২৮), মো. জুনেদ (২৪), মো. মোখলেছ মিয়া (৩৭), রাজ্জাক হোসেন (৩৭), শরীফ আহমেদ (১৯), মো. কামরুল হাসান (৩২) ও মো. হোসেন মিয়া (৩৬)।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর