সুনামগঞ্জের শাল্লায় সাংবাদিক বিপ্লব রায়ের উপর রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
 

বিপ্লব রায় 'দৈনিক আজকের পত্রিকায়' শাল্লা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি উপজেলা সদরের বিপ্র মেডিকেল হল ও মেডিকেয়ার ডায়গনস্টিক সেন্টার নামের ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করেন।
 


শনিবার দিবাগত রাত অনুমান সাড়ে ১১টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শাল্লা সদর থেকে আনন্দপুর গ্রাম নিজ বাড়িতে যাওয়ার পথিমধ্যে সুখলাইন গ্রামের নিকটবর্তী এই ঘটনা ঘটে।
 

সাংবাদিক বিপ্লব রায়ের ভাষ্যমতে, হঠাৎ করে ৪জন লোক দুটি বাইকে এসে তার পথরোধ করে এলোপাতাড়ি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এবং আমার সাথে থাকা ব্যবসার জমাকৃত নগদ ৭০হাজার টাকার একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে আমি শাল্লা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেই। হামলাকারী কারা জানতে চাইলে বিপ্লব রায় বলেন, উপজেলার ডুমরা গ্রামের আরাধন সরকারের ছেলে দোয়েল সরকার ও বাহাড়া ইউপির আঙ্গারুয়া গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে হৃদয় দাস। আমি হামলার বিষয়ে আজ ১১ ফেব্রুয়ারী দুপুরে শাল্লা থানায় লিখিত অভিযোগ সাবমিট করেছি হৃদয় দাস ও দোয়েল দাসের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ২জনকে আসামী করে।
 

এবিষয়ে শাল্লা থানার সাব-ইন্সপেক্টর (এস.আই) যীশু দত্ত জানান, ঘটনা শুনেই তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই। এই বিষয়ে সাংবাদিক বিপ্লব রায়ের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-৮৬৭