শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েসন’র নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করেছে সাস্টিয়ান ক্লাব।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সুবিদবাজারস্থ সাস্টিয়ান ক্লাবের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শাবির অফিসার্স এসোসিয়েশন-২০২৪ নির্বাচনে সভাপতি পদে সহকারি রেজিস্ট্রার জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা সাহাদাত হোসেন চৌধুরী শিশির ও সদস্য উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোখলেছুর রহমান পারভেজ জয়ী হন। তাঁরা সকলেই শাবির সাবেক শিক্ষার্থী। এ বিবেচনায় তাদেরকে সাস্টিয়ান ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন সংগঠনটির নেতারা।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি নেতা জসিম উদ্দিন আহমেদ ও ইংল্যাণ্ডের লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর জাকির চৌধুরী ফাহিম।
এসময় সাস্টিয়ান ক্লাবের পক্ষ থেকে ছিলেন সভাপতি মকদ্দুস আলী, সংগঠনটির সহ-সভাপতি সুজিত কুমার রায়, মো. শাহজাহান কবীর ও মোহাম্মদ আবেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র সিংহ দাস, ফাইন্যান্স ও একাউন্টস বিষয়ক সম্পাদক সচ্ছিদানন্দ চক্রবর্তী বাবলু, যুগ্ম সম্পাদক মো. রবিউল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, খাদ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, লাইব্রেরী ও আইটি বিষয়ক সম্পাদক ফয়েজ উল্লাহ, সামাজিক ও সাংস্কৃতিক সম্পাদক সাগর বিশ্বাস, অফিস সম্পাদক মোশতাক আহমেদ কয়েছ, খেলাধুলা বিষয়ক সম্পাদক এস এম সাইদুর রহমান ও ফ্যামিলি এফেয়ার বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. তাহমিনা ইসলাম প্রমুখ ।
সিলেটভিউ২৪ডটকম/ নোমান